নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ীতে বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যেগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ্যাড.নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, কুষ্টিয়া বারের সভাপতি ও জিপি এ্যাড.আক্তারুজ্জামান মাসুম। ঢাকা থেকে ভার্চুয়ালী যুক্ত হন বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান লাল্টু। বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুর রহমান বাবুর পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন নারী ও শিশু নির্যাতন স্পেশাল টাইব্রুনালের পিপি এ্যাড.আব্দুল হালীম। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সম্পাদক ড.আমানুর আমান, বঙ্গবন্ধু পরিষদ সোনালি ব্যাংক ইউনিট কুষ্টিয়া অঞ্চলের সভাপতি মুকুল হোসেন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংক ইউনিট কুষ্টিয়া অঞ্চলের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সিনিয়র আইনজীবি এ্যাড সুব্রত চক্রবতী প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। জাতির পিতার আদর্শে কাজ করে যেতে পারলে দেশকে দ্রুতই উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা সম্ভব। তাই আমাদেরকে ভবিষ্যতের কথা ভেবে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শে অনুপ্রাণিত নেতৃত্ব তৈরির জন্য কাজ করতে হবে।
Leave a Reply