প্রেসবিজ্ঞপ্তি: র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি দল গতকাল মঙ্গলবার (০২ মার্চ ২০২১) তারিখ দুপুরে কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভার বড়বাজার রেইলগেট এর পূর্ব পাশের্^ ছবেদ মিয়ার চায়ের দোকানের সামনে একটি মাদক বিরোধী অভিযান করে। ওই অভিযানে ১৭ লিটার চোলাইমদ, ০২টি মোবাইল ফোন, ০৪টি সীমকার্ড, নগদ ১৫২০/- টাকা সহ মোঃ ছবেদ মিয়া (৫০) পিতা-মৃত-রইচ উদ্দীন সাং-কানুবাবুর বাগান বাড়ী (মিলপাড়া) , মোঃ তারিক (৪৫) পিং-মৃত-মন্টু প্রামানিক সাং-আড়–য়া পাড়া উভয় থানা-সদর জেলা কুষ্টিয়াদ্বয়’কে গ্রেফতার করেছে। পরর্বতীতে তাদের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় একটি মাদক মামলা করা হয়েছে। তাদের কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply