স্টাফ রিপোর্টার,দিনাজপুর: দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সংবিধান রক্ষার্থে প্রতিবাদ সভা করেছে আইনজীবীগণ। ১ মার্চ সোমবার দুপুরে সমিতির নতুন ভবনের দ্বিতীয় তলায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, প্রগতিশীল আইনজীবী পরিষদ এবং সাধারণ আইনজীবী গনের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র অ্যাডভোকেট সাবেক সভাপতি মোঃ নুরুল ইসলাম–১ এর সভাপতিত্বে এবং এ.বি.এম শফিকুর রহমান শফিকের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক জিপি এ্যাডভোকেট মীর মোঃ ইউসুফ আলী, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. মোঃ ইউসুফ আলী–১, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.মোঃ লিয়াকত আলী–২, এ্যাড.মোঃ তাহেরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.মোঃ একরামুল আমিন, আইনজীবী সমিতির সহ–সভাপতি এ্যাড.মোঃ মজিবর রহমান–৫,এ্যাড.মোঃ আসির উদ্দিন, সাবেক নারী ও শিশু পিপি এ্যাড.মোঃ দেলোয়ার হোসেন–১, এ্যাড. ইয়ামিন আহমেদ, সাবেক সহ–সভাপতি এ্যাড.মোঃ নুরুল ইসলাম–৪, এ্যাড.মোঃ গোলাম ফারুক মিনহাজুল হাসান, এ্যাড.মোঃ ইমামুল ইসলাম, সাবেক এডিশনাল পিপি এ্যাড.মোঃ হাসনে ইমাম নয়ন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.মোঃ তহিদুল হক সরকার, সাবেক সহ–সাধারণ সম্পাদক এ্যাড.আবু নঈম মোঃ হাবিবুল্লাহ, এ্যাড. মোঃ মেহেরুল ইসলাম, বর্তমান সহ–সভাপতি এ্যাড.মোঃ মেহবুব হাসান চৌধুরী লিটন, সাবেক সহ–সাঃ সম্পাদক এ্যাড.মোঃ খাদেমুল ইসলাম, এ্যাড. মোঃ ফিরোজ ইব্রাহীম, সাবেক সহ–সাধারণ সম্পাদক এ্যাড. সারওয়ার আহমেদ বাবু, এ্যাড. মোঃ রেয়াজুল ইসলাম রাজু প্রমূখ। প্রতিবাদ সভায় সর্বসম্মতিক্রমে এ্যাড.ইমামুল ইসলামকে আহবায়ক ও এ্যাড. এ.বি.এম শফিকুর রহমান শফিককে সদস্য সচিব নির্বাচিত করে‘দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সংবিধান রক্ষা কমিটি’ নামীয় ১০১ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, বর্তমান সভাপতি–সাধারণ সম্পাদকের চরম স্বেচ্ছাচারিতা, সংবিধান লংঘন, রেজুলেশন জালিয়াতি, মিথ্যা মোকদ্দমা দায়ের করা সহ সংবিধান বিরোধী কার্যক্রমের বিরূদ্ধে সকল আইনজীবীদের সজাগ ও সতর্ক থাকতে হবে। অডিট রিপোর্ট পেশের আগেই মামলা দায়ের করে বর্তমান সভাপতি যে স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির আশ্রয় নিয়েছে, তা আইনজীবীদের জানতে হবে এবং এর বিরূদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
Leave a Reply