কুষ্টিয়া প্রতিনিধি\ ০১মার্চ,২০২১\ মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার অগ্নঝরা মার্চের সুবর্ণ জয়ন্তী চেতনার আহবানে কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে পতাকা র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় সমিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে পৌরসভা বিজয় উল্লাস চত্বর থেকে সবুজ জমিনে রক্তলাল বৃত্তধারী জাতীয় পতাকাবাহী একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা মোড়স্থ বক চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি জানাতে অংশ গ্রহন করেন।
এসময় বক্তারা বলেন, আজকের প্রজন্মের জন্য এই জাতীয় পতাকা র্যালীর অন্যতম লক্ষ্য উদ্দেশ্য ও বার্তা হলো– ৩০লাখ শহীদের আত্মবলিদান, ২লাখ মা–বোনের সম্ভ্রমহানীতে জড়িত মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত পাকিস্তানকে ক্ষমা চাওয়ার পাশাপাশি ধর্মান্ধ রাজনীতি নিষিদ্ধসহ সন্ত্রাসবাদ, লুটেরা, দুর্ণীতিবাজ, অর্থপাচার, নারী ও শিশুসহ সংখ্যা লঘু সম্প্রদায়ের প্রতি নৃসংশ নির্যাতন, নিপীড়ন ও সহিংসতা বন্ধ করতে হবে। সাম্য ও ন্যায় বিচারসহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র ও স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখার স্বার্থে জাতীয় জাগড়ন গড়ে তোলার আহবানে এই জাতীয় পতাকা র্যালী ও সমাবেশ।
সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক গণমাধ্যমকর্মী শরীফ বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কিিমটির সদস্য কারশেদ আলম, কুষ্টিয়া সদর উপজেলার সভাপতি কনক চৌধুরী, সাধারণ সম্পাদক হাসান আলী, অধ্যাপক নাসির উদ্দিন, জাসদ সভাপতি গোলাম মহসিন, ওয়ার্কার্স পার্টি জেলার সাধারণ সম্পাদক হাফিজ সরকার, বাসদ জেলা আহবায়ক কমরেড শফিউর রহমান শফি প্রমুখ।
Leave a Reply