কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়া কুমারখালীর এলোঙ্গী পাড়া গ্রামের জনির উদ্দিনের বাড়িতে আগুনে প্রায় তিন লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের সদস্যদের পড়নের কাপড় ছাড়া কিছুই নেই। মাথায় আকাশ ভেঙ্গে পড়ে পরিবারটির।
সংবাদটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে আসে তরুণ সমাজ সেবক নন্দলালপুর ইউনিয়নের নৌকা প্রতীক প্রত্যাশী প্রার্থী নুরুজ্জামান সাইফুল্লাহ মিঠুন এর। তারই প্রেক্ষিতে২৬ফেব্রুয়ারি শুক্রবার নুরুজ্জামান সাইফুল্লাহ মিঠুন ক্ষতিগ্রস্থ পরিবারটির সার্বিক খোঁজখবর, সান্তনা প্রদানসহ ঘরনির্মানের জন্য ঢেউটিন ও চাউল প্রদান করেন। সে সময় উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম, মোহাম্মদ আফতাব হোসেন, আলতাফ হোসেন, রিপন উজ্জামান, বি টি আরফান, রাজু বিশ্বাস সহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ ও অগ্নিকান্ড ক্ষতিগ্রস্থ পরিবাবেরর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন ।
দেশতথ্য//এল//
Leave a Reply