স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার মিরপুরে নিঁখোজের ৪সপ্তাহ পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের দক্ষিনকাটদহ এলাকার একটি পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসতাপালে প্রেরণ করেছে মিরপুর থানা পুলিশ।
নিহত মমতাজ বেগম (৫৫) স্থানীয় মৃত ফজল বিশ্বাসের স্ত্রী ৪সন্তানের জননী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জমি-জমা সংক্রান্ত দ্বন্দের জেরে পরিকল্পিত এই হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এর আগে গত জানুয়ারীর শেষ সপ্তাহে মমতাজ বেগম নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছিলো বলে জানায় পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য আমিরুল ইসলাম সান্টু জানান, সোমবার মমতাজ বেগম নিখোঁজের সাধারণ ডায়েরীর সূত্র ধরে নিহতের ছেলে মুন্নার বন্ধু একই এলাকার বাসিন্দা ইয়াসিনের ছেলে রাব্বি(২৭)কে আটক করে গোয়েন্দা পুলিশ। আটক রাব্বিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার ঘটনাস্থল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওই ইউপি সদস্য আরও জানায় বিধবা মমতাজ বেগমের ৩কন্যার বিবাহত্তোরকালে একমাত্র পূত্র সন্তান মুন্নাকে নিয়েই স্বামীর ভিটায় বসবাস করতেন। কিছুদিন ধরে পারিবারিক জমিজমা সক্রান্ত বিষয়ে মা-পূত্রের মধ্যে কলহ সৃষ্টি হয়। তার জের ধরেই হয়ত এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে মুন্না এমন সন্দেহ থেকেই তাকে আটক করেছে ডিবি পুলিশ।
কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুলত কি কারণে এমন হত্যাকান্ড ঘটানো হয়েছে সে বিষয়য়ে বিস্তারিত তথ্য জানিয়ে প্রেস ব্রিফিং করবেন পুলিশ সুপার এসএম তানভির আরাফাত বলে জানালেন এই গোয়েন্দা পুলিশ কর্মকর্তা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার বিকেলে মহিলার বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।
দেশতথ্য//এল//
Leave a Reply