স্টাফ রিপোর্টার:
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রেললাইনের দুই পাশে বেড়া দেওয়ার জন্য কুষ্টিয়া রেলওয়ে স্টেশনের পাশের মার্কেটের সামনে দিয়ে কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এখন চলছে মাটি খুড়ে গর্ত তৈরির কাজ। এতে ওই মার্কেটের দোকানগুলোতে যাতায়াতের বন্ধ হয়ে যাচ্ছে। ফলে প্রতিবাদ জানান ওই মার্কেটের ব্যবসায়ীরা।
রেললাইনের পাশের মার্কেটের কাপড় ব্যবসায়ী জহুরুল হক বলেন, আমি প্রায় ১৩ বছর ধরে এখানে কাপড়ের ব্যবসা করে আসছি। কোনদিন কোন দুর্ঘটনা এখানে ঘটেনি। রেলের লোকজন ব্যারিকেড দেওয়ার জন্য গর্ত করছে এখানে। বেরিকেট দিলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তখন পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে পারব না। আমরা বেকার হয়ে যাব।
একতা উন্নয়ন সংস্থার সভাপতি মেসবাহুর রহমান লিগার বলেন, বহু বছর ধরে তারা ও তাদের বাপ-দাদারা রেললাইনের পাশে ব্যবসা করে আসছেন। সকল ব্যবসায়ীরা রেলের জায়গা কর্তৃপক্ষের কাছে থেকে ইজারা নিয়ে ব্যবসা করে আসছেন। এই ব্যবসার উপর নির্ভর করে তাদের সংসার চলে। রেলওয়ে বিভাগের পক্ষ থেকে হঠাৎ করে আমাদের সাথে আলাপ আলোচনা না করেই রেললাইনের পাশে বেরিকেট দেওয়ার জন্য কাজ শুরু করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কারণ এখানে বেরিকেড দিলে ক্রেতারা দোকানে আসা-যাওয়া করতে পারবেনা। মার্কেটের দোকান গুলো বন্ধ হয়ে যাবে। এতে বেকার হয়ে পড়বে প্রায় শতাধিক মানুষ। রেলওয়ে বিভাগের কর্মকর্তাদের আমাদের সাথে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি।
দায়িত্বরত বাংলাদেশ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস বলেন, এ বিষয়ে আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করছি। রেললাইনের দুই পাশে বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে।
দেশতথ্য//এল//
Leave a Reply