ভেড়ামারা(কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারায় কবি, সাহিত্যিক, লেখক, উচ্চ পদস্থ প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ছাত্র/ছাত্রী ও পাঠক সমাজের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে সময়ের আলোচিত ও প্রতিশ্রুতিশীল লেখক ও কবি আমেনা খানম’র একক কাব্যগ্রন্থ “দুঃখবিলাসী অভিমান” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গত শনিবার (২১শে ফেব্রুয়ারী) বিকাল ৪টায় ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে কুষ্টিয়া সাহিত্য পরিষদ কে.এস.পি’র আয়োজনে অনুষ্ঠানে কেএসপি’র প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও লেখক ডাঃ আসমান আলীর সভাপতিত্বে কাব্যগ্রন্থ “দুঃখবিলাসী অভিমান” এর মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউএনও সোহেল মারুফের স্ত্রী ফারহানা ইসলাম তিম্মি, ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা জাতীয় যুবজোট’র সহ-সভাপতি আনোয়ারুল কবির টুটুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, কুষ্টিয়া লেখক ফোরামের সভাপতি মুনশী সাঈদ, কবি আমেনা খানম, ভেড়ামারা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলউল্লাহ, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের প্রভাষক জসিম উদ্দিন, তাহের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আল হেরা মডেল একাডেমির অধ্যক্ষ খসরুজ্জামান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস.এম. আনছার আলী। এছাড়াও ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডা. কামরুল ইসলাম মনা, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী সহ কবি, লেখক, ছড়াকার ও সাহিত্যিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনার মাঝে চলে কবিতা আবৃতি, ছড়া ও গল্পপাঠ। জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ভাষা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটিতে উপস্থিতি সকলের কন্ঠে ধ্বনিত হয়। এরপরই শুরু অনুষ্ঠানের মোড়ক উন্মোচন পর্ব। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ ও বিশেষ অতিথি ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুলকে কাব্যগ্রন্থ “দুঃখবিলাসী অভিমান” সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে কবি আমেনা খানম তার স্বরচিত কবিতা নারী পাঠ করে আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে শোনান।
দেশতথ্য//এল//
Leave a Reply