স্টাফ রিপোর্টার:
এপেক্স ক্লাব অব কুষ্টিয়ার গতকাল সকাল সাড়ে ১০ টায় খেয়া রেস্তোরার
কনফারেন্স রুমে পালাবদল অনুষ্ঠিত হয়। এর আগে অসহায় দরিদ্রদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন, খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
তিনি বলেন, এপেক্স ক্লাব করোনা কালেও কুষ্টিয়ায় সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মানবতার কল্যাণের মধ্যদিয়ে আন্তর্জাতিক এই সংগঠনটি বিশ্বব্যাপী সমাদৃত। তিনি আরও বলেন, মানুষের কল্যানে এপেক্স ক্লাব কাজ করে যাবে এই প্রত্যাশা করি।
বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি ও জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনাসম্পাদক হাজী রাশেদুল ইসলাম বিপ্লব। স্বাগত বক্তব্য রাখেন এপেক্স ক্লাব সেন্ট্রাল প্রেসিডেন্ট নিজাম উদ্দিন পিন্টু, সেন্ট্রাল সেক্রেটারী হাবিবুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি আব্দুল মজিদ।
সভাপতিত্ব করেন বর্তমান প্রেসিডেন্ট আকরাম হোসেন বাবু। সভায় অতিথিদের উত্তোরীয় পরিয়ে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
দেশতথ্য//এল//
Leave a Reply