কালীগঞ্জে ইয়াবাসহ নারী আটক
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পৌরসভা এলাকা থেকে ৮৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ জাহিদা বেগম (৫০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে পৗরসভার কলেজপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাহিদা বেগম কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামের মকছেদ বিশ্বাসের মেয়ে।
কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কলেজপাড়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় অন্যরা পালিয়ে গেলে জাহিদা বেগমকে ৮৪ পিচ ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।
ঝিনাইদহে কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লীদের মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের মেয়াদউত্তীর্ণ কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করেন মসজিদের নিয়মিত মুসল্লী ও স্থানীয় ব্যবসায়ীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে নানা শ্রেণী পেশার মানুষসহ মুসল্লীরা অংশ নেয়। এসময় বক্তারা বলেন, শফিউদ্দিন শফি, আব্দুল জলিল, সাদ আহম্মেদ, রনি আহম্মেদ, জাহাঙ্গীর হুজুর, হাজী মোদাচ্ছের হোসাইন, এনামুল কবির রানা, ছিদ্দিকুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ীরা। বক্তারা বলেন, কেন্দ্রীয় জামে মসজিদের ফোটন-তাহের কমিটির মেয়াদ অনেক আগে শেষ হয়ে গেছে। এর আগে তারা পদত্যাগ করেছে। তারপর তারা দ্বায়িত্ব ছাড়ছেন না।তাদের অব্যবস্থাপনার কারণে মসজিদের উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। দ্রুত কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।
দেশতথ্য//এল//
Leave a Reply