স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ায় স্বেচ্ছা সেবী সংস্থা গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার ৩ মাস ব্যাপী শীত বস্ত্র বিতরণ কার্যক্রম সমাপ্ত হয়েছে। বিগত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি এই তিন মাস যাবৎ শীতার্ত গরিব-দুঃখী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছিল।
এরই অংশ হিসেবে সর্বশেষ গতকাল ১৮ই ফেব্রুয়ারি ২০২১ রোজ বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় রোটারী চক্ষু হাসপাতালের সামনে কম্বল বিতরণের আয়োজন করা হয়। সংস্থার সভাপতি মোঃ ইব্রাহীম খলিলের তত্ত্বাবধানে উক্ত মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আজিজুল হক। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া কসমেটিক্স এন্ড স্টেশনারী সমিতির সভাপতি হাজী মোঃ আব্দুল মালেক রানা, সাংবাদিক মোঃ নওশেদ আলী।
এখানে বিশেষভাবে উল্লেখ থাকে যে, শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সহযোগিতা করে মার্কেন্টাইল ব্যাংক, এক্সিম ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক। প্রাপ্ত কম্বলগুলি সংগ্রহ পূর্বক জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসা, আল্লাহর দর্গা, সোনাইকুন্ডি আশ্রয়ন প্রকল্প, কল্যাণপুর, সুখনগর বস্তি, থানাপাড়া বস্তি ও কুষ্টিয়া কোর্ট স্টেশন চত্ত্বরে বিতরণ করা হয়। এছাড়া বেশ কিছু মহাপ্রাণ ব্যক্তি ছোট বাচ্চাদের জন্য কিছু শীতের পোশাক প্রদান করেন যা বিতরণ করে তাদের মুখে হাঁসি ফোটানোর চেষ্টা করা হয়।
দেশতথ্য//এল//
Leave a Reply