স্টাফ রিপোর্টার
ভ্যাট ফাঁকি দেয়ার অভিযোগে কুষ্টিয়ার ঐতুবৃ কেমিক্যাল ওয়ার্কস’র মালিক ফজলে করিম খোকার বিরুদ্ধে কয়েক কোটি টাকার মামলা করেছে কুষ্টিয়া ভ্যাট,এক্সসাইজ ও কাস্টম বিভাগ।
কুষ্টিয়া কাস্টম বিভাগ সুত্রে পাওয়া তথ্যে জানা যায় দীর্ঘদিন যাবৎ ঐতুবৃ কেমিক্যাল ওয়ার্কস’র মালিক বিভিন্ন কৌশলে ভ্যাট ফাঁকি দিয়ে আসছিল । মোটা অংকের ভ্যাট ফাঁকির বিষয়টি কাস্টম কর্তৃপক্ষের নজরে আসলে ঐতুবৃ কেমিক্যাল ওয়ার্কস’র মালিককে ফাঁকি দেয়া ভ্যাট জমা দেয়ার জন্য অনুরোধ জানান ।
কিন্তু নিদিষ্ট সময়ের মধ্যে ফাঁকি দেয়া ভ্যাট কাস্টম অফিসে জমা না দেয়ায় বিধি মেতাবেক কাস্টম কর্তৃপক্ষ ঐতুবৃ কেমিক্যাল ওয়ার্কস’র মালিক ফজলে করিম খোকার বিরুদ্ধে মামলা করতে বাধ্য হন।
এ ব্যাপারে কুষ্টিয়া বিভাগী কাস্টম অফিসের জনৈক দায়িত্বশীল কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন , নির্ধারিত সময়ের মধ্যে ফাঁকি দেয়া ভ্যাট জমা না দেয়ায় ঐতুবৃ কেমিক্যাল ওয়ার্কস’র মালিকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে । যথা সময়ে ভ্যাটের টাকা জমা দিতে ব্যর্থ হলে তার লাইসেন্স বাতিল করা হতে পারে।
এ ব্যাপারে ঐতুবৃ কেমিক্যাল ওয়ার্কস’র মালিক ফজলে করিম খোকার বক্তব্য নেয়ার চেষ্টা করে তাকে মুঠোফোনে পাওয়া যায় নি।
দেশতথ্য//এল//
Leave a Reply