স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ নাসির উদ্দিন বিশ্বাসের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টায় ডি.এইচ.এম.এস ডক্টর এসোসিয়েশন কুমারখালী শাখার আয়োজনে চাউল বাজারের ২য় তলায় এই শোকসভা অনুষ্ঠিত হয়।
ডাঃ নাসির উদ্দিন বিশ্বাসের স্মরণে স্মৃতি চারণ করে বক্তারা বলেন, সবাই তাকে চিনতেন, তার ভালো দিক সম্পর্কে জানতেন। তিনি ছিলেন আপামর জনসাধারণের কাছে বটবৃক্ষের মতো। নানা আপদে-বিপদে সবাই তাকে কাছে পেতেন। বক্তারা আরও বলেন ডাঃ নাসির উদ্দিন বিশ্বাসের কাছে সবাই ছিলেন সমান, সব শ্রেণি-পেশার মানুষের কথা তিনি খুব মনোযোগ দিয়ে শুনতেন। কুমারখালীতে চিকিৎসক হিসেবে তিনি সুপরিচিত ও সুচিকিৎস বলে সকলের কাছে সমাদৃত ছিলেন। ডি.এইচ.এম.এস ডক্টর এসোসিয়েশন কুমারখালী শাখার আয়োজনে ডাঃ দেব দুলাল বিশ্বাসের সভাপতিত্বে মোঃ মুকুল হোসেন’র সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন, ডি.এইচ.এম.এস ডক্টর এসোসিয়েশন কুমারখালী শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শরিফুল ইসলাম, ডাঃ সাঈদ উদ্দিন আহমেদ, ডাঃ আব্দুল গফুর, ডাঃ বিপ্লব কুমার বিশ্বাস, ডাঃ কৃষ্ণদাস বিশ্বাস, ডাঃ আমজাদ হোসেন, ডাঃ অনুপ পাল, ডাঃ অতুল প্রসাদ প্রমুখ।
সভায় মরহুম ডাঃ নাসির উদ্দিন বিশ্বাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁর আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন বক্তারা। পরে মিলাদ, দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সব শেষে তবারক বিতরণ করা হয়।
দেশতথ্য//এল//
Leave a Reply