দেশতথ্য ডেক্স:
কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ র্যাব সদস্যরা দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।
র্যাব-১২, জানায়,গোপন সংবাদের ভিত্তিত র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি দল কুষ্টিয়ার খোকসায় অভিযানে দেশীয় অস্ত্রসহ ব্যবসায়ী মোঃ মিটু মন্ডল (৩০) ও মোঃ জীবন (২০)কে আটক করে। ৎআটককৃত মিন্টু রাজবাড়ী জেলার পাংশা থানার বজপাড়া গ্রামের আব্দুল আজিজ করনের ছেলে ও জীবন একই থানার সরিষা গ্রামের -মোঃ মিরাজ মন্ডলের ছেলে।
আটককৃতদের কুষ্টিয়া খোকসা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
দেশতথ্য//এল//
Leave a Reply