স্টাফ রিপোর্টার:
সাফ’র আয়োজেনে ও রাজধানী এক্সপ্রেসের সহযোগিতায় কুষ্টিয়া বাসটার্মিনালে স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান দন্ডনীয় অপরাধ। জরিমানা তিনশত টাকা। “ধূমপানমুক্ত এলাকা” লিখা প্রর্দশন না করাও দন্ডনীয় অপরাধ ।
গতকাল সকালে কুষ্টিয়া বাসটার্মিনালে জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য সাফ’র আয়োজেনে ও রাজধানী এক্সপ্রেসের সহযোগিতায় স্টিকার ক্যাম্পেইনে সাফ’র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাকের পরিচালনায় প্রফেসর শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটি এর সহ: রাজস্ব কর্মকর্তা মো: নাহিদুজ্জামান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের ইন্সপেক্টর মো: বেলাল হোসেন, রাজধানী এক্সপ্রেসের মালিক হাজী মো: নূরুজ্জামান, মিনিবাস মালিক সমিতির সিনিয়র সহসভাপতি হাজী নওশের আলী, পরিবহন ম্যানেজার তুহিন আলম, শ্রমিক ইউনিয়নের সদস্য মারফত আলী। এসময় স্টিকার বিতরণের পাশাপাশি সাফ’র পক্ষ থেকে ড্রাইভার, হেলপার ও যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
দেশতথ্য//এল//
Leave a Reply