ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের পরীক্ষার হল পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম।
করোনা সংক্রমণের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে ইউজিসি’র নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এবং গত বছরের ২২ ডিসেম্বর অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক চলতি বছরের ৯ জানুয়ারি থেকে সকল বিভাগের অনার্স ও মাস্টার্সের বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষা চলমান রেখেছে কর্তৃপক্ষ। গতকাল ১ ফেব্রুয়ারি সকালে উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম আকস্মিকভাবে অর্থনীতি বিভাগের পরীক্ষার হল পরিদর্শন করেন। পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্য পরীক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
দেশতথ্য//এল//
Leave a Reply