স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার ৩দিন ব্যাপী পিঠা উৎসব উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কুষ্টিয়া পৌর অডিটোরিয়াম বটতলা চত্বরে নারী উদ্যোক্তা ফেসবুক গ্রুপ এর আয়োজনে এবং কুষ্টিয়ার নারী উদ্যোক্তা সাফিনা আঞ্জুমান জনির সার্বিক সহযোগিতায় এ পিঠা মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী। পরে মৌবন ও ধোয়া ষ্টন ফিতা কেটে উদ্বোধন করেন কুষ্টিয়া কালেক্টরেট স্কুলের সহকারী প্রধান শিক্ষক, লেডিস ক্লাবের সাহিত্য ও প্রচার সম্পাদক এবং জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার ডিউ, হাটশ হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও যুব মহিলা লীগের আহ্বায়ক শম্পা মাহমুদ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির সঙ্গীত শিক্ষক কোহিনুর খানম। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তার ফাউন্ডার চেয়ারম্যান মোছাঃ জুথী আক্তার (কুনাও), তৌহিদ, রক্তিম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মীর তনিমা। এই মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত ।
মেলায় ১০টি স্টলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন প্রকারের পিঠাই মুখরিত হয়ে উঠেছে। প্রথমদিনেই দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। পিঠা মেলা সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। বাঙালির ঐতিহ্যবাহী পিঠা পার্বনে আনন্দ ধারায় মেতে উঠতে এবং বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে স্টলগুলো। পিঠা উৎসবের পাশাপাশি বটতলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রাম বাংলার গানের সুরে মেলা প্রাঙ্গন মুখরিত হয়ে উঠেছে।
দেশতথ্য//এল//
Leave a Reply