স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নে নির্মিত বাঘা যতীনের ভাস্কর্য ভাংচুরের দেড় মাস অতিবাহিত হলেও এখনো সংস্কার করা হয়নি ভাস্কর্যটি। সংস্কারে বাধা আছে জানালেন কলেজ কর্তৃপক্ষ।
কয়া মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট নিজামুল হক চুন্নু জানান, ভাস্কর্য সংস্কারের বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমানের সাথে আলাপ করা হলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং আদালতের অনুমতি ব্যতিত ভাস্কর্য সংস্কার করা যাবেনা বলে জানিয়েছেন। যেকারণে এখনো পর্যন্ত সংস্কার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে তারা আটক রয়েছেন। মামলা চলমান আদালতের অনুমতি সাপেক্ষে ভাস্কর্য সংস্কার করতে হবে। কলেজ কর্তৃপক্ষ ভাস্কর্য সংস্কারের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা বরাবর দরখাস্ত দিলে আমরা আদালতের অনুমতি নেয়ার চেষ্টা করবো।
কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান জানান, কলেজ কর্তৃপক্ষ ভাস্কর্যটি সংস্কারের জন্য থানায় আবেদন করলে আবেদনের প্রেক্ষিতে আদালতের অনুমতি সাপেক্ষে উপজেলা প্রশাসনের অর্থায়নে ভাস্কর্যটি সংস্কার করা হবে।
দেশতথ্য//এল//
Leave a Reply