স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়া শহর মৎস্যজীবী লীগের সভাপতি জিয়াউল হক খোকন অর্থ আত্মসাৎ মামলায় ওয়ারেন্টভুক্ত হয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
তিনি কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে ১১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় শহরের ধোপাপাড়ায় অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আজ বুধবার(২৭ জানুয়ারী) সকালে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
মিলপাড়া পুলিশ ফাঁড়ির এ,এস,আই সাহেব আলী জানান, ঢাকা মার্কেন্টাইল ব্যাংকের টাকা আত্মসাৎ মামলায় চলতি বছরের ৩ জানুয়ারী খোকনের ১ বছরের সাঁজা হয়। যার মামলা নং-৪৭৮/১৭। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করলে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তবে জিয়াউল হক খোকন গ্রেফতারের পর স্বীকার করেন ব্যাংকের অর্থ শোধ করে বিষয়টি মিমাংসা করে নেয়া হয়েছে। ব্যাংক কর্মকর্তার গাফলতির কারণে সে সংশ্লিষ্ট কাগজপত্র আদালতে জমা হয়নি। তিনি আরো জানান, যেহেতু ওয়ারেন্টভুক্ত আসামী সেহেতু তাকে আদালতে হাজির করা হয়।
এদিকে একজন সাঁজাপ্রাপ্ত আসামী কিভাবে নির্বাচনে অংশগ্রহন করেন তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী। খোকন গত ১৬ জানুয়ারী দ্বিতীয় দফায় কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে পরাজিত হন।
দেশতথ্য//এল//
Leave a Reply