ঝিনাইদহ প্রতিনিধি: কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে সিমেন্ট বোঝাই ট্রাক চাপায় নছিমন আরোহী ৭যাত্রী নিহত এবং ৪জন গুরুতর আহত হয়েছে।
বুধবার সন্ধা সাড়ে ৬টায় শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৭নির্মান শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে শৈলকুপা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। এছাড়া ওই নছিমনে থাকা অপর ৪শ্রমিকদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে পেরণ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিকটস্থ রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামীম আকতার জানান, দুর্ঘনায় মৃত ও আহত নির্মান শ্রমিকরা ইসলামী বিশ^বিদ্যালয় এলাকায় কাজ করে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌছালে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী সেনা কল্যাণ সংস্থার একটি সিমেন্ট বোঝায় ট্রাত পিছন দিক থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকটি দ্রুতগতিতে ঝিনাইদহের দিকে চলে যায়। মৃত: শ্রমিকদের সঠিক পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তাদের মরদেহ ঝিনাইদহ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটি এখনও আটক করতে পারেনি পুলিশ।
দেশতথ্য//এল//
Leave a Reply