কুষ্টিয়া প্রতিনিধি:
আসন্ন কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর তাসলিমা খাতুন বেলার ভোট চাইতে গিয়ে হামলার শিকার হন তার স্বামী শাহাবুদ্দিন (৫০)।
ঘটনা সুত্রে জানা যায়, শুক্রবার (৮ জানুয়ারী) বিকেলে ১৫ নং ওয়ার্ড জুগিয়া দরগাপাড়ায় আনরসের প্রতিকের পক্ষে ভোট চাইতে যান তাসলিমা খাতুনের স্বামী শাহাবুদ্দিন সহ বেশকিছু সর্মথক। একপর্যায়ে চশমা প্রতিকে প্রতিদ্বন্দ্বী করা নারী কাউন্সিলর প্রার্থী রেখার নেতৃত্বে রাশিদুল, লাল্টু,আরিফ, গোলজার কসাই, টফার সহ রেখার সর্মথকরা এলোপাতাড়ি ভাবে আঘাত করতে থাকে শাহাবুদ্দিন এর উপর। একপর্যায়ে যুবলীগ নেতা জিয়ার বাড়িতে পালালে আবারো হাত ও কাঠের চলা দিয়ে শাহাবুদ্দিন এর উপর হামলা চালাই রেখার সর্মথকরা। পরে স্থানীয় দের সহযোগিতায় শাহাবুদ্দিন কে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
এ বিষয়ে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী তাসলিমা খাতুন বলেন প্রতিটা প্রার্থীর ভোট চাওয়ার অধিকার আছে, কিন্তু আমার স্বামী শাহাবুদ্দিন সহ আমার সর্মথকরা ১৫ নং ওয়ার্ডে ভোট চাইতে গেলে চশমা প্রতিকে প্রতিদ্বন্দ্বী করা রেখার সন্ত্রাসী ক্যাডার বাহিনী আমার স্বামীর উপর হত্যার উদ্দেশ্যে হামলা করে, পরে আমার স্বামী কোনরকম পালিয়ে জীবন রক্ষা করে এখন সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে,আমি এর এর তীব্র নিন্দা ও প্রতিবাদে জানাচ্ছি সেই সাথে রেখা সহ তার সসন্ত্রাসী বাহিনীর বিচার দাবী করছি। এসময় তিনি আরো বলেন রেখার সন্ত্রাসী বাহিনী এখোনও আমার ছেলে সহ আমার সমর্থকদের বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে, এসময় তিনি ভোটারদের কাছে ভোট চাইতে গেলে আবারো হামলার শিকার হওয়ার আশংকা করেন।
দেশতথ্য//এল//
Leave a Reply