ছাব্বির হোসেন, কুমারখালীঃ
কুষ্টিয়ার কুমারখালীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ক্যারাভান রোড শো এর উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (০৩ জানুয়ারী) সকালে কুমারখালী উপজেলা পরিষদ চত্ত্বরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য মন্ত্রণানয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতার এই ক্যারাভান রোড শো র উদ্বোধন করা হয়।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল, সহকারী কমিশনার (ভূমি) এমএ মুহাইমিন আল জিহান, সাইদুর রহমান ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা আবু আহসান বরুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কেভিড-১৯ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে প্রামান্যচিত্র দেখানো হয় ও বিনামূল্যে মাস্ক এবং স্বাস্থ্য নির্দেশিকা বিতরণ করা হয়।
Leave a Reply