স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়া ক্যাম্পের একটি বিশেষ দল গত ২৭ ডিসেম্বর ২০২০ ইং তারিখ রাত প্রায় সোয়া ৯টায় অভিযানে চরমপন্থী সংগঠন গনমুক্তি ফৌজের সামরিক শাখার প্রধান শীর্ষ
সস্ত্রাসী আমিনুল ইসলাম মুকুলের সহযোগী ও আঞ্চলিক কমান্ডার ও বর্তমানে ভাবনীপুর এলাকার ত্রাস রাশিদুল ইসলাম (৪২)’কে, লোহার দেশীয় অস্ত্রসহ মৃত তোরাব আলী শেখ’র ছেলে মোঃ রাশিদুল ইসলাম (৪২) কে গ্রেফতার করে। তারই জের ধরে রাশিদুলের পরিবারের লোকজন চরমপন্থী নেতা লিপ্টন ও মামুনকে জড়িয়ে
যড়যন্ত্র মূলক র্যাবকে ব্যবহার করে রাশিদুলকে গ্রেফতারের অভিযোগ এনে কুষ্টিয়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন
রাশিদুলের স্ত্রী রাজিয়া খাতুন। যা কুষ্টিয়া র্যাব-১২ চলমান অভিযানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস মাত্র। এ বিষয়ে কুষ্টিয়া ক্যাম্পের অধিনায়ক মেজর গাফ্ফারুজ্জামান দৈনিক দেশতথ্য কে বলেন, আমরা আমাদের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ায় মাদক, সন্ত্রাস,চাঁদাবাজ,ও বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে চিরুনী অভিযান শুরু করেছি। সেই ধারাবাহিকতায় ৬/৭ মামলার আসামি রাশিদুলকে গ্রেফতার করা হয়েছে। র্যাব কারো কথা মত অভিযান পরিচালনা করে না। যথেষ্ট তথ্য-উপাত্ত ও প্রমানের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসছে। এই জেলার মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সর্বদায় কাজ করে যাবে। মামুন ও লিপ্টন প্রসংগে বলেন, এরা কে বা কারা সেটা আমরা জানিনা।
দেশতথ্য//এল//
Leave a Reply