ডাঃ কামরুল ইসলাম মনা :
আগামী ১৬ জানুয়ারি আসন্ন ভেড়ামারা পৌরসভা নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত প্রার্থী টুটুলের গণজোয়ারে দিশেহারা হয়ে প্রতিপক্ষরা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ জাসদের।
আজ শনিবার সকালে জাসদ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাসদ নেতারা এসব অভিযোগে করেন।
উপজেলা জাসদের সভাপতি এমদাদুল হক আতার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ আনছার আলী।
বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন।
এসময় উপস্থিত ছিলেন, দলীয় মেয়র প্রার্থী আনোয়ারুল কবির, জেলা কৃষিবিষয়ক সম্পাদক বছির উদ্দিন বাচ্চু, আবু হেনা মোস্তফা কামাল বকুলসহ দলীয় নেতাকর্মীরা।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু সন্ত্রাসীদের হাতে নিহত জাসদ নেতা কাজী আরেফ আহমেদ ও রঞ্জিত কুমার সিংহ রায়ের হত্যাকান্ড নিয়ে অসত্য, উস্কানিমূলক ও আদালত অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করে জাসদ নেতৃবৃন্দ সংবাদিক সম্মেলনে জানান এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দেশতথ্য//এল//
Leave a Reply