ডাঃ কামরুল ইসলাম মনা :
আসন্ন ভেড়ামারা পৌরসভার নির্বাচনে ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান শোভন আজ বুধবার রাত ৮টায় ভেড়ামারা অনলাইন প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় তিনি সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।
ভেড়ামারা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ডাক্তার কামরুল ইসলাম মনার সভাপতিত্বে
উপস্থিত ছিলেন, কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান শোভন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নূর ইসলাম, সাবেক কমিশনার মুকুল মালিথা, জানবার আলী, জগৎজননী মাতৃমন্দিরের পুরোহিত বাপ্পী ঠাকুর, ফজলুল হকসহ মোস্তাফিজুর রহমান শোভনের শুভাকাঙ্ক্ষী, কর্মী ও সমর্থকবৃন্দ। এছাড়াও ভেড়ামারা অনলাইন প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য প্রদানকালে শোভন বলেন, ৫নং ওয়ার্ড ভেড়ামারা বাজার সংলগ্ন এলাকা। এ ওয়ার্ডে অধিকাংশ অভিজাত লোকজনের বসবাস। অথচ দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতা, ড্রেনের অব্যবস্থাপনা, ময়লা ফেলার জায়গা না থাকাসহ বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হচ্ছে জনগণ। এ অবস্থা থেকে এলাকাবাসী পরিত্রান পেতে চায়। আর এই পরিবর্তন করতে হলে জনপ্রতিনিধি পরিবর্তন করার কোনো বিকল্প নেই।
দেশতথ্য//এল//
Leave a Reply