দৌলতপুর প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে ‘রুশ বিপ্লবের ইতিহাস পাঠ (অধ্যয়ন) ও পর্যালোচনা’ শীর্ষক সৃজনশীল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার মথুরাপুর নবীন সুর্য ক্লাব চত্বরে নব জাগৃতি সাংস্কৃতিক সংসদের আয়োজনে রুশ বিপ্লবের ইতিহাস পাঠ ও পর্যালচনা শীর্ষক সৃজনশীল সেমিনার অনুষ্ঠিত হয়। নব জাগৃতি সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অধ্যাপক শফিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সামছুজ্জোহা মন্টু। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা উমর আলী, কবি ও কমরেড রফিকুল ইসলাম, সুফিয়া বানু টুকু, প্রভাষক মতিউর রহমান, কমরেড সিদ্দিকুর রহমান, সাংবাদিক সাইদুর রহমান, হারেজ উদ্দিন, বুলবুল আহমেদ ও আরিফুর রহমান প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশতথ্য//এল//
Leave a Reply