কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া শহরে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রিকশা চালকের ২মাসের জেল ও ৫শত টাকা জরিমানা করা হয়েছে ।
আটককৃত রিকশা চালকের নাম রায়হান(২৫)।সে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ষোলদাগের আমিরের পুত্র।
গতকাল বিকেল ৫ টায় শহরের কাটাইখানা মোড়ে অবস্হিত টিবি ক্লিনিকের সামনে আদালত পরিচালনা করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনমুন নাহার আশা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৯/১ ধারা মোতাবেক এ রায় প্রদান করেন।স্হানীয় দোকানদারদের সাথে কথা বলে জানা যায়, রবিবার সকালে উক্ত রিক্সা চালক টিবি হাসপাতালের ডাক্তারের গাড়ীর সাথে রিকশা নিয়ে এক্সিডেন্ট করে।চালক কে আটক করে প্রথমে ক্ষতি পূরণ আদায়ের চেষ্টা করা হয়।এ সময় আচরণ সন্দেহ হলে পুলিশে খবর দেয়া হয়।পুলিশ এসে রিকশা চালক কে তল্লাশি করে গাঁজা উদ্ধার করে।
দেশতথ্য//এল//
Leave a Reply