কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর পৌর নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর কলি উদ্দিন মল্লিকের মনোনয়নপত্র বাতিলের জন্য রির্টানিং কর্মকর্তার নিকট লিখিত আবেদন করেছেন একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন জমাদানকারী রেজাউল করিম।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার পৌরসভা নির্বাচনের রির্টানিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের নিকট এ আবেদন করেন রেজাউল করিম।
রির্টানিং কর্মকর্তা বরাবর লিখিত আবেদনে রেজাউল করিম উল্লেখ করেন, ‘‘কলি উদ্দিন মল্লিক দুদকের মামলায় অভিযুক্ত এবং তার পিতা দুল্লা মল্লিক তালিকাভুক্ত রাজাকার। তার বিরুদ্ধে ২০১১ সালে দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মতিউর রহমান বাদী হয়ে দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।’
‘এছাড়াও অর্থিক অনিয়ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২০১৬ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে কাউন্সিলর পদ থেকে বহিষ্কার করেন। তার বাবা দুল্লা মল্লিক একজন তালিকাভুক্ত রাজাকার বলেও তিনি উল্লেখ করেন।
যার ২০১৬ সালের ১৮ আগস্ট তৎকালীন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করিম স্বাক্ষরিত উপজেলার রাজাকার তালিকায় ৫৮ নম্বরে নাম রয়েছে।
রিটার্নিং কর্মকর্তা লিংকন বিশ্বাস লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, ‘সেটা বাছাইয়ের কমিটির নিকট পাঠানো হয়েছে।’
দেশতথ্য//এল/
Leave a Reply