ডাঃ কামরুল ইসলাম মনা, কুষ্টিয়া:
কুষ্টিয়ার ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বারের ফজলুল হকের বাড়িতে কম্বল চাইতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন শেফালী খাতুন নামের এক নারী। ।
আজ সকাল সাড়ে ৭ টায় কম্বল চাইতে যায় একই ওয়ার্ডের বিলশুকা এলাকার শওকত আলীর স্ত্রী শেফালী খাতুন। এসময় মেম্বার শেফালী খাতুনকে মারধর করার অভিযোগ পাওয়া যায়।
শেফালী খাতুন মারপিট ও নির্যাতনের বিবরন দেন সাংবাদিকদের সামনে।
ফজলু মেম্বারের নির্যাতনের শিকার হয়ে গুরুতর অবস্থায় শেফালী খাতুনকে এখন ভেড়ামারা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন শেফালীর পরিবার।
নির্যাতিত শেফালী খাতুন থানায় অভিযোগ দায়ের করেন। পরে বিষয়টি জানতে পেরে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ কম্বল দিয়ে অসহায়কে সহযোগীতা করেন।
নির্যাতিত শেফালীর পরিবার ও এলাকাবাসীর দাবি ফজলু মেম্বারকে আইনের আওতায় এনে দৃষ্ট্যান্তমূলক শাস্তি দেয়া হোক।
দেশতথ্য//এল//
Leave a Reply