কুষ্টিয়া প্রতিনিধি:
“মানুষ হ মানুষ হ, আবার তোরা মানুষ হ” শ্লোগানকে ধারণ করে কুষ্টিয়ায় ২২তম মানবাধিকার নাট্য উৎসব ২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় কুষ্টিয়া টাউন হল মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত উৎসবের সভাপতিত্ব করেন সংগঠনের কুষ্টিয়া জেলা সভাপতি এম এ কাইয়ুম। এলক্ষ্যে সংগঠনের নাট্য নৃত্য ও সংগীত কর্মীদের অংশ গ্রহনে একটি র্যালী শেষে আলোচনা সভা, পথ নাটক, নৃত্য ও সংগীত অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠনের দীর্ঘদিনের সাংগঠনিক কাজ ও সাংস্কৃতিক অঙ্গনে বিষেশ অবদান রাখায় গুনীজন সম্মাননা দেয়া হয়।
এসময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম, সম্মিলিত সাংস্কৃতিক জোট কুষ্টিয়ার সভাপতি খোকন সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন,অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষে সমতার ভিত্তিতে ন্যায়বিচার ও গণতন্ত্র কার্যকরে স্বচ্ছতা ও জবাবদিহিতা, মেধা ও সৃজনশীলতা ভিত্তিক সমৃদ্ধ একটি বাংলাদেশ, স্বচ্ছ ও মর্যাদাপূর্ন নাগরিকের লালিত স্বপ্ন পূরণের লক্ষে দীর্ঘ ২২বছর ধরে সাংস্কৃতিক সংগ্রাম করে যাচ্ছে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখা। বর্তমান করোনাকালীন সংকটের মধ্যেও যেখানে সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল অপশক্তির আস্ফালনে সর্বশেষ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের মধ্যদিয়ে বাংলার মানচিত্রকে খুবলে খাওয়ায় উদ্যেত; সেখানে এমন প্রতিবন্ধকতার মধ্যেও গুটি কয়েক সাংস্কৃতিক কর্মীরা তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
দেশতথ্য//এল//
Leave a Reply