কুষ্টিয়া প্রতিনিধি:
দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি সম্মেলন ২০২০-তে সেরা সাংবাদিকতায় পুরস্কার পেয়েছেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুকুল।
গতকাল সোমবার ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে দৈনিক আমার সংবাদ পত্রিকার ২০২০ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাশেম রেজার সভাপতিত্বে এ সম্মেলনে উপস্থিত ছিলেন, পত্রিকার ম্যানেজার, বার্তা সম্পাদক, মফঃস্বল সম্পাদকসহ পত্রিকার সাথে জড়িত সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ সময় সারা দেশ থেকে আগত জেলা ও উপজেলা সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার সুধীজনদের উপস্থিতেই দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে কুষ্টিয়া জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুকুলকে দেশ সেরা সাংবাদিক পুরষ্কার হিসেবে হাতে ক্রেস্ট তুলেদেন পত্রিকার সম্পাদক হাশেম রেজা। পরে সেরা প্রতিবেদক হিসেবে গলাই পরিয়ে দেয়া হয় মেডেল। এ সময় কুষ্টিয়ার সকল উপজেলা প্রতিনিধিরা আনন্দ উল্লাসে ফেটে পরেন।
দেশতথ্য//এল//
Leave a Reply