সাথী, রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসসহ বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন, আমের চারা রোপন ও উন্নয়ন মূলক বিষয়ে মত বিনিময় সভা করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিস ও সহকারী কমিশনার (ভূমি) অফিস, বালিয়াকান্দি সদর ভূমি অফিস, বালিয়াকান্দি থানা ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে দুপুরে আমার বাড়ী আমার খামার প্রকল্প ও পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকের আয়োজনে বহরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে নতুনচড় গ্রাম উন্নয়ন সমিতির উঠান বৈঠকে আলোচনা সভা শেষে সমিতির সদস্যদের মধ্যে মাস্ক ও সাবান বিতরণ করেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম।
পরিদর্শন কালে তিনি উপজেলা ভূমি অফিস ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে আমের চারা রোপন করেন।
উপজেলা নির্বাহী অফিস পরিদর্শন শেষে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেল পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) এস এম আবু দারদা, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএ হান্নান মোল্লা, ইসলামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান নায়েব আলী শেখ, জামালপুর ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী সরদার. নবাবপুর ইউপি চেয়ারম্যন আবুল হাসান আলী, জঙ্গল ইউপি চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাসসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশতথ্য//এল//
Leave a Reply