মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান সাইফুন ব্রীজের পাশে গলাই ফাঁস নেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেন মিরপুর থানার পুলিশ ।
এ সময় তার কাছে এনআইডি কার্ডে পাওয়া যায়, সে সুবাদের তার নাম জাফর ইকবাল(৫১) বলে জানা গেছে। জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে ঠিকানা পাওয়া যায়, নিহতের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাতিয়াদহ, গোপাল নগর গ্রামের ফজলুল হকের পুত্র জাফর ইকবাল(৫১)। সূত্রে জানান গত মঙ্গলবার দুপুরে জৈনক ব্যক্তি মাঠে ঘাস কাটতে যেয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানালে লাশের বিষয় পুলিশকে অবগত করেন। তৎক্ষনিক মিরপুর থানার সার্কেল, ইন্সপেক্টর তদন্ত শুভ্র কুমার ,এসআই মেহেদী হাসানসহ পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ ঘটনাস্থলে আসেন এবং লাশ দেখে তাদের সন্দেহ হলে কুষ্টিয়া পিবিআইকে অবগত করেন তাৎক্ষনিক আসেন পিবিআই’র এসআই রফিক হাসান, এসআই রাকিব,এএসআই আরিফুল ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।
দেশতথ্য//এল//
Leave a Reply