কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি:
দীপ্ত টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার ও ক্যামেরা ম্যান হারুনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমারখালীতে ২ টি পৃথক মানববন্ধন হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় কুমারখালী কাঙ্গাল হরিনাথ প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সঙ্গে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানান।
পরে বিকাল ৫ টায় কুমারখালী থানা মোরে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম কুমারখালী কমিটির আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
কুমারখালী বাসস্ট্যান্ডে ও থানা মোরে আয়োজিত মানববন্ধনে কুমারখালী কাঙাল হরিনাথ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএমআর শাহিন, সহ সভাপতি মাহবুব উল আহসান উল্লাস, সাধারণ সম্পাদক লিপু খন্দকার, প্রচার সম্পাদক মাহমুদ হাসান, রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক ফরহাদ আমির টিপু, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামিম হাসান খান সহ সর্বস্তরের সাংবাদিক উপস্থিত ছিলেন।
দেশতথ্য//এল//
Leave a Reply