দিনাজপুর প্রতিনিধি:
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দিনাজপুর জেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ।
বিক্ষোভ সমাবেশ বক্তব্যে কালে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সেই সঙ্গে দোষীদের চিহ্নিত করে, শাস্তির আওতায় আনারও দাবি তোলেন দিনাজপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট মো: সারোয়ার হোসেন বাবু। এছাড়াও বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব ইসমাইল হোসেন, শহরের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাবু বকুল ব্যানার্জি, বড় বন্দর মহল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাগর দাস প্রমুখ।
৭ ডিসেম্বর সোমবার দিনাজপুরজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শহরের বড় বন্দর, যোগেন বাবুর মাঠ এলাকাসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভাস্কর্য ভাঙচুরকারীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে উল্লেখ করে আওয়ামী মৎস্য লীগকে ঐক্যের আহ্বান জানান, জেলা আওয়ামী মৎস্য লীগের সদস্য সচিব ইসমাইল হোসেন বলেন বলেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের, এই ন্যাক্কার জনক ঘটনায় জড়িত ও হুমকি দাতাদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন দিনাজপুর জেলার ১৩ উপজেলার আওয়ামী মৎস্য লীগ লীগের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ও নেতৃবৃন্দরা ।
দেশেতথ্য//এল//
Leave a Reply