হুমায়ূন কবির হিমু, মিরপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার মিরপুরে ভ্যান চালক আনিছ ও অটো চালক আনারুল ইসলাম নিখোঁজের প্রতিবাদ এবং উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকালে পৌরসভার সুলতানপুর গ্রামবাসীর উদ্যোগে মিরপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পৌর যুবলীগের আহ্বায়ক হাসানুর রহমান খান তাপসের পরিচালনায় মনববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর খোয়াব আলী, সাবেক কাউন্সিলর সালাউদ্দিন, জিল্লু খান, মেয়র পদপ্রার্থী শেখ আরিফুর রহমান, সাংবাদিক মিলন উল্লাহ, নিখোঁজ আনারুলের বাবা আব্দুল কুদ্দুস, নিখোঁজ আনিছের মা দোলেনা খাতুন, ভাই জহুরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ২২ অক্টোবর সকালে মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর মহাল্লার তোজুলের ছেলে ভ্যান চালক আনিছ (১৫) বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়। এর পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনার পরের দিন তার মা দোলেনা খাতুন মিরপুর থানায একটি সাধারণ ডায়েরী করেন। যার নং-৯৪১। অন্যদিকে একই মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে অটো চালক আনারুল ইসলাম (৩৫) ২৪ নভেম্বর দুপুরে বাড়ি থেকে অটো নিয়ে বের হয়। এর কিছুক্ষণ পর ছোট ভাই বানারুল ইসলামকে মুঠোফোনে জানান নওপাড়া “স” মিলের কাছে থেকে অটোটা নিয়ে যেতে। এর পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের এক সপ্তাহ পর আনারুলের পিতা আব্দুল কুদ্দুস মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং-১২৭৮, তারিখ ৩০/১১/২০২০।
দেশতথ্য//এল//
Leave a Reply