নিজস্ব প্রতিবেদক:
নিয়োগবিধি সংশোধন করে বেতনবৈষম্য নিরসনের দাবিতে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় কর্মবিরতি পালন করে বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন ও দাবি বাস্তবায়ন পরিষদ কুষ্টিয়া শাখা । ২৬ নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মবিরতি কর্মসূচি পালন করেন।
এসময় নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণ করতে হবে। তাঁদের দাবি পূরণে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।
তারা আরো বলেন, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য সহকারীদের এই কর্মবিরতির কারণে আগামী ৫ ডিসেম্বর শুরু হতে যাওয়া হাম-রুবেলা ক্যাম্পেইনসহ দেশের ১ লাখ ২০ হাজার আউটরিচ রুটিন টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে বলে তারা বলেন।
এতে বক্তব্য রাখেন, স্বাস্থ্য পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম, স্বাস্থ্য সহকারি সেক্রেটারি আবু সালেহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আব্দুস কোষাধক্ষ্য মাহবুব হোসেন প্রমুখ।
দেশতথ্য//এল//
Leave a Reply