হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা :
কাজী নিবন্ধন না থাকা সত্বেও বাল্যবিবাহ সম্পাদন করার অপরাধে রবিবার সন্ধ্যায় বৈধ কাজীর অবৈধ সহকারী কাজী হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের বাসিন্দা মোঃ আবুল কাসেমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান হোসেন বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৯ ধারায় উক্ত জরিমানা করেছেন। এদিকে অবৈধভাবে সহকারী কাজী নিয়োগ দেয়ায় কাজী নেসার উদ্দিনের নিবন্ধন বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পত্র প্রেরণ করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।
দেশতথ্য//এল//
Leave a Reply