কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশ মোঃ সাইফুল ইসলাম ওরফে শরিফ নামে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছে। শুক্রবার থানার এসআই হাসান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে সিলেটের মৌলভীবাজার থেকে গ্রেফতার করেন।
সে নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গোরস্থান পাড়ার নজরুল ইসলামের ছেলে।
কুমারখালী থানার ওসি মোঃ মজিবুর রহমান জানান, শরীফ দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। ২০১৬ সালে শিশু ও নারী নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর থেকে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে সিলেটের মৌলভীবাজার থেকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
দেশতথ্য//এল//
Leave a Reply