হাটহাজারী(চট্টগ্রাম)সংবাদদাতা:
হাটহাজারীতে মাস্ক ব্যবহার না করায় ১৩ টি মামলায় ১৩ জনকে চার হাজার তিনশত টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ এ অর্থদন্ড প্রদান করেন।
সূত্রে জানা যায়, করোনা সংক্রমন প্রতিরোধে ইছাপুর বাজার সহ পৌরসভার বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করা হয়।এসময় মাস্ক পরিধানে পথচারী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের সচেতনতা সষ্টির লক্ষে প্রচারনাও চালানো হয়। এসময় মাস্ক পরিধান না করায় প্রচলিত আইনে ১৩ জনকে ১৩ টি মামলায় মোট ৪৩০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ অভিযানের সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, সচেতনতা সৃষ্টি করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন।
দেশতথ্য//এল//
Leave a Reply