কুষ্টিয়া প্রতিনিধি:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের ত্রৈ-বার্ষিক নির্বাচন উপলক্ষে ৭ টি পদের অনুকূলে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা নির্বাচন কমিশনার বরাবর মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশনার নুরুল আহমেদ এর কাছে মনোনয়ন পত্র দেয়া হয়।এতে সহ-সভাপতি পদে এডভোকেট ইয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক পদে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান সম্পাদক এডভোকেট খন্দকার একরামুল হক হীরা, নির্বাহী সদস্য পদে আসকার আলী , আব্দুর রব বিশ্বাস, এডভোকেট খন্দকার আব্দুল মতিন,শামীম আরা হীরা,অ্যাডভোকেট শফিকুল আলম, জিয়ার উদ্দিন বিশ্বাস মনোনয়নপত্র জমা দেন।
আগামী ২৫ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সদস্যপদে যদি কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার না করেন তবে শুধুমাত্র সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশতথ্য//এল//
Leave a Reply