ঝিনাইদহে বিএনপির প্রতিবাদ সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি:
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনে উপনির্বাচনে ফলাফল বাতিল ও নাশকতার মামলায় বিএনপি নেতাকর্মীদের ধরপাকড়ের প্রতিবাদে ঝিনাইদহে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে শহরের এইচএসএস সড়কের দলটির জেলা কার্যালয়ে এ কর্মসূচীর আয়োজন করে জেলা বিএনপি।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্য জীবিদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এ কে এম ওয়াজেদ আলী, সদর থানা বিএনপির আহ্বায়ক কামাল আজাদ পান্নু, সদস্য সচিব আলমগীর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস, সদস্য সচিব মাহবুবুর রহমান শেখর, যুবদল নেতা আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদল নেতা মুশফিকুর রহমান মানিক প্রমুখ। বক্তারা, ২ টি উপ-নির্বাচন পাতানো ও জালিয়াতি উল্লেখ করে পুনরায় নির্বাচনের দাবি জানান। সেই সাথে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদ জানান।
ঝিনাইদহে শিক্ষানবিশ আইনজীবিদের মানববন্ধন
??
ঝিনাইদহ প্রতিনিধি:
লিখিত পরীক্ষা মওকুফ করে মৌখিক পরীক্ষার মাধ্যমে আইনজীবি হিসেবে তালিকাভুক্ত করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রোববার দুপুরে জেলা আইনজীবি সমিতির কার্যালয়ে সামনে এ কর্মসূচীর আয়োজন করে সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদ জেলা শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দসহ শিক্ষানবিশ আইনজীবিরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদ জেলা শাখার আহ্বায়ক তপন কুমার মুখার্জী, শিক্ষানবিশ আইনজীবি আকরাম হোসেন, সেলিনা খাতুন, শিরিন সুলতানা, মিতা সাহা, কুলসুম লতা, মনিরা খাতুন, সাবিহা খাতুন, আব্দুস সালাম প্রমুখ। এসময় বক্তারা, করোনাভাইরাস ও শিক্ষানবিশ আইনজীবীদের কথা চিন্তা করে লিখিত পরীক্ষা মওকুফ করে দ্রুত মৌখিক পরীক্ষার মাধ্যমে তাদের আইনজীবী তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।
দেশতথ্য//এল//
Leave a Reply