গাংনী অফিস :
মুজিববর্ষ উপলক্ষে সরকারী খাস জমি, স্কুল-কলেজ, সড়কের পাশে ও বিভিন্ন অফিসের সামনে মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মরহুম নুরুল হক ফাউন্ডেশনের উদ্দ্যোগে বৃক্ষ রোপন করা হবে। এ উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলার রাজাপুর গ্রামের চেকপোস্ট এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে ১৫০টি গাছের চারা রোপন করা হয়। কুমারীডাঙ্গা ক্যাম্প ইনচার্জ আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপণ করেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা আক্তার বানু।
ছাত্রলীগ নেতা নুরুজ্জামান শুভ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ। ও মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য লাল্টু, নিজামউদ্দিন, মেহেরপুর জেলা ছাত্রলীগের গনযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক জয় আহমেদ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply