মোঃ মহির উদ্দীন, দৌলতপুর প্রতিনিধি:
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর মা তহুরুণ নেছা চৌধুরীর জানাযা সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সোনাইকুন্ডি ডিসি ইকোপার্ক মাঠে মরহুমার জানাযার নামাজ শেষে তাকে সোনাইকুন্ডি পশ্চিমপাড়া কবর স্থানে তাকে দাফন করা হয়।
সামাজিক দুরত্ব রেখে জানাযায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা,দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক এ্যাড.শরিফ উদ্দিন রিমন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ,সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা,শাহারিয়ার জামিল জুয়েল,আওয়ামীলীগের নেতাকর্মী, ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, সাংবাদিক, দলীয় নেতাকর্মীসহ কয়েক হাজার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
তার মৃত্যুতে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য জননেতা মাহাবুবুল আলম হানিফ শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য’ বুধবার দুপুর দুইটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযান তহুরুণ নেছা চৌধুরী। তার বয়স হয়েছিলো ১০৩ বছর।তিনি দীর্ঘদিন হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
দেশতথ্য//এল//
Leave a Reply