কুষ্টিয়া অফিস:
কুষ্টিয়া জেলায় বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে ৩০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১১ নভেম্বর) সদর উপজেলা কমপ্লেক্সের হলরুমে বাংলাদেশ কৃষকলীগ কুষ্টিয়া জেলা শাখার ব্যবস্থাপনায় বীজ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ কৃষকলীগ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মকবুল হোসেন লাভলুর সভাপতিত্বে ও বটতৈল ইউপি চেয়ারম্যান এমএ মোমিন মন্ডলের এর সঞ্চালনায় এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমান আতা।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম পানু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী এবং সদর উপজেলা কৃষি অফিসার বিস্ন পদ সাহা।
এসময় কুষ্টিয়া জেলা কৃষক লীগের সহ-সভাপতি ইব্রাহীম খলিলসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক লীগ, আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের নেতা-কর্মীসহ শতাধিক প্রান্তিক কৃষক ও গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
দেশতথ্য//এল//
Leave a Reply