মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা:
কুষ্টিয়ার মিরপুর থেকে নিখোঁজ ভ্যান চালক আনিচ (১৫) এর খোঁজ ১৩ দিনেও মেলেনি।
কিশোর ভ্যান চালক আনিচ মিরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড সুলতানপুর মহল্লার হতদরিদ্র তোজুলের ছেলে।
আনিচ প্রতিদিনের ন্যায় গত ২২ অক্টোবর সকাল ৮ টায় ভ্যান নিয়ে বাড়ী থেকে বেরিয়ে যায়। রাতেও সে বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন আনিচের ব্যবহৃত ০১৬৪০-৫১৫৮১৩ নং মুঠোফোনে কল করেও সেটি বন্ধ পায়। বিভিন্নস্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি।
এদিকে পরদিন ২৩ অক্টোবর সকাল ৭ টায় পাশ্ববর্তী ভেড়ামারা উপজেলার বৃত্তিপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় জনগন একটি পাখিভ্যান পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ভেড়ামারা থানা পুলিশ ভ্যানটি উদ্ধার করে। খবর পেয়ে আনিচের স্বজনরা ভেড়ামারা থানায় গিয়ে ভ্যানটি আনিচের বলে শনাক্ত করে।
এ ব্যাপারে মিরপুর থানায় আনিচের মা দোলেনা খাতুন ২৩ অক্টোবর একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং ৯৪১।
এ ব্যপারে মিরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় কুণ্ডু জানান, ভ্যান চালক আনিচের খোঁজে পুলিশের সর্বাত্বক প্রচেষ্টা অব্যাহত আছে।
দেশতথ্য//এল//
Leave a Reply