গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ
যদি মেনে চলি রক্তদানের নিয়ম-নীতি রক্তদানে কারো হবে না ক্ষতি ও প্রস্তত যদি থাকে দুইজন রক্তদাতা,থাকবে গর্ভবর্তী মায়ের নিশ্চয়তা।এই স্লোগান নিয়ে স্পর্শ ফাউন্ডেশন’ রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষ্যে পৌর এলাকার সুলতানগঞ্জ এলাকায় মঙ্গলবার দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করে। প্রান্তিক মানুষের কথা ভেবে তারা সর্বসাধরণের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং এর সাথে সাথে মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। উক্ত ক্যাম্পেইনে ২৩০ জন পুরুষ.নারী ও শিশুর গ্রুপ নির্ণয় করা। আয়োজক কমিটির অন্যতম সদস্য উম্মে হাবিবা আশা বলেন,অনেকে অবহেলা বসত কিংবা ভয়ের কারণে রক্তের গ্রুপ নির্ণয় করতে আগ্রহী হয় না। এছাড়া রক্তদানের মত মানবিক কাজেও আগ্রহী হয় না।কিন্তু রক্তের গ্রুপ জানা একজন মানুষের জন্য খুবই প্রয়োজন।আর তাই মানুষের পাশে দাড়াতেই তাদের এই আয়োজন। এছাড়া তারা করোনা মহামারীর কথা মাথায় রেখে সর্বোচ্চ সতর্কতার সাথে এই ক্যাম্পেইন পরিচালনা স্পর্শ ফাউন্ডেশন’ তিন সদস্য।
দেশতথ্য//এল//
Leave a Reply