সাথী, রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে নবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সাথে জন প্রতিনিধি ও সুধীজনেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সহকারী কমিশনার (ভূমি) এস এম আবু দারদা, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নায়েব আলী শেখ, বহরপুর ইউনিয়ন পরিষদ চেযারম্যান রেজাউল করিম, নারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসান আলী, জঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস, বালিয়াকান্দি বাজার বর্নিক সমিতির সভাপতি আতাউর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন বাজার বর্নিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
দেশতথ্য//এল//
Leave a Reply