দেশতথ্য ডেস্ক (কুষ্টিয়া) : সদর উপজেলার খাজানগর ঈদগা মাঠে গতকাল রোববার বিকালে বটতৈল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বিশেষ অতিথি ছিলেন বটতৈল ইউপি চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ মোমিন মন্ডল বাংলা দেশ চাউল কল ওনার্স এসোসিয়েশন এর সভাপতি ওমর ফারুক শহর আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড সভাপতি ডাঃ আফিল উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি বলেন রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি করতে দেয়া হবে না। এটা আমাদের নেতা মাহবুব উল আলম হানিফ এমপির নির্দেশ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দলীয় কোন্দল সৃষ্টি কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। ইউনিয়নের সকল নেতাকর্মীদের কাধে কাধ মিলিয়ে চলতে হবে। জামাত বিএনপি সমর্থিতরা যেন ধর্মীয় ধোয়ায় ফেলে আমাদের মা বোন দের ভুল না বুঝাতে পারে সেদিকে কঠোর নজরদারি করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমীকলী কৃষকলীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা।
Leave a Reply