হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতাঃ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ঘরে ঢুকে কলেজ ছাত্রীকে (১৮) ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কলেজছাত্রী।
হাতিয়া থানার ওসি (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় মামলা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, বুধবার রাতে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
ওই ছাত্রীর বাবা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি খাসের হাট বাজারে ছিলেন। এসময় স্থানীয় সন্ত্রাসী প্রেমলাল কৌশলে ঘরে ঢুকে পড়ার টেবিলে থাকা তার মেয়ের শ্লীলতাহানী করেন। মেয়ের চিৎকারে পাশের কক্ষে ঘুমিয়ে থাকা তার স্ত্রী এগিয়ে এলে প্রেমলাল দৌড়ে পালিয়ে যায়। ছাত্রীর বাবা আরো অভিযোগ করে বলেন, ঘটনার খবর পেয়ে তিনি বাজার থেকে বাড়িতে গিয়ে আশপাশের লোকজনকে ঘটনাটি জানান। এসময় প্রেমলাল দাসের বড় ভাই বাবুলাল দাস কয়েকজন সহযোগী নিয়ে তাদের বাড়িতে গেলে তিনি তাকে ঘটনার বর্ণনা দিলে বাবুলাল দাস ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। পরদিন সকালে তিনি বিষয়টি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।
ভুক্তভোগী হাতিয়া আদর্শ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং গামছখালী গ্রামের বাসিন্দা ।
ওসি (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, ভুক্তভোগী নিজে বাদী হয়ে বুধবার রাতে মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
দেশতথ্য//এল//
Leave a Reply